Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

র বী ন   ব সু

সভ্যতার ঘাড় ভাঙে

পায়ের মাত্রা ছিঁড়ে উড়ন্ত ভ্রমণ তুমি

অক্ষরের শব্দকোষ ছিঁড়ে জন্ম দাও

আকুলিবিকুলি হাওয়া

যে দৃশ্যে স্থির নেই জলের প্রপাত

তুমি তাতে পদরেখা এঁকে দাও

প্রদাহের কারণ জানতে সংক্রমণ শেখো

সাঁতার গভীরে যায় আনুভূমিক উত্তাপ

কোদালের কোপে কাটে কালোক্ষত

নির্বাচন শেষ হলে বাতিল বিমর্ষতা

শূন্যতা বরাবর হেঁটে যায়

এপারেই মেঘজন্ম পোড়াঘাস অ্যাসিড জ্বলন

 

ওপারে কি জলস্তর স্পর্শ রাখে মৃত্তিকা গভীর…. 

 

আবহে অস্থিরতা দেখা দিলে

কে যেন স্নিগ্ধতা এনে দেয় পুকুর পাড়ে

জলের ঘাই থেকে যেমন মাছের আকৃতি

মেপে নেয় জাল 

বিচ্ছেদ বিরহ থেকে দূরত্ব বরাবর অভিমান

নির্জন বিকেলে যদি ঘরে ঢুকে আসে

তুমি তাকে সোফাতে বসিও

চা দিও এক কাপ

উড়ন্ত বাষ্প থেকে নবতর কোন ঘ্রাণ

অন্বেষণে অস্থির হয়

সত্তার গভীরে মনকেমন তখন হাবুডুবু খায়

 

যাপিত জীবন-ঘিরে আলোছায়া দ্বন্দ্বময় সুখ… 

 

আরও পড়ুন...