Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

রা জী ব   ঘো ষা ল

প্রিজমের ভেতর

প্রিজমের ভেতর বহে চলা মূর্তি নদীতে

স্নান সেরে উঠে আসছে

সিক্ত বসনা পরি…

ক্রমশ স্পষ্ট দেখা যায়

তার ঠোঁটে আঁকা চাঁদের মরু

নাভির তিলে জমে ওঠা একযুগ অভিমান।

 

তার মনোরঞ্জন বলতে খুব সামান্য

আকাশের রঙ বদলের সঙ্গে সঙ্গে 

প্রিজমের ভেতর বদলে যাওয়া রঙ…

মূর্তি নদীর জলে ভেসে ওঠা চাঁদের বাগান…

 

অদ্ভুত বিশ্বকর্মা

চিলাপাতার জঙ্গল পেরোতে গিয়ে 

দেখা গেল 

আকাশ-প্রমাণ কড়াইয়ে 

উলটে পালটে ভাজা হচ্ছে

ফুড়কি ছাতির মত নক্ষত্র সকল…

খুব আশ্চর্যজনকভাবেই জানা গেল

রন্ধনশিল্পীর নাম অদ্ভুত বিশ্বকর্মা।

 

সোনালি চায়ের ভেতর ফেলে দেন

মাত্র একফোঁটা পৃথিবী নিংড়ানো রস

বোরলি মাছের পদে স্বাতী নক্ষত্রের হাসি

 

রসের সৌধ কাঁধে হাওয়ার শকট

ক্রমশ ভালোবাসা ছড়াতে থাকে…

 

আরও পড়ুন...