ক বি তা
সূর্য উঠবে, চারদিকে সাজো সাজো রব—
বর্ণে বর্ণে অপূর্ব ছটা
ছুঁয়ে যাবে সাগরের জল,
হে অতল, তোমার ওই হাত
আমার এই স্লেটে রাখো,
যদি রাত্রি ভাঙে …
রাতের ব্যথারা জেগে থাকে
সকালের পাতার ছায়ায়
সুর থেমে গেছে,
অন্ধের মতো ছুঁয়ে ছুঁয়ে দেখি অনন্ত—
যদি
একদিন
খুব ভোরে বেজে ওঠে
পুরোনো কলের গান…