বাং লা দে শে র ক বি তা
রেল ক্রসিং, সেই আমবাগান
অনেক রাত করে বাড়ি ফেরা
দিনগুলি স্বপ্ন মায়া ঘেরা
প্রতিমাসের রোববার রোববার
একই পথে ঘুরে ফিরে বারবার
উদ্দেশ্যহীন শুধু রিক্সায় ঘুরবার
ধুলোবালির চট্টগ্রাম
সন্ধ্যার সলতে আলোটুকু জ্বালিয়ে
তোমাকে দেখে নবীন পিউ পাখিরা
পৌঁছে যাই মামা ভাগ্নের দরগাহে
রোজ রোজ পথে আমার দেরি হে।
পশ্চিমাকাশ রং বদলিয়ে বদলিয়ে
সন্ধ্যা নামায় শব্দহীন
শাড়ির আঁচলে আঙুল পেঁচিয়ে
সুখস্ফুরণ আঁকে কাব্যকার
এই নির্জনে
আসলে আমরা কে কার?
আমার শার্টের কালো বোতাম
সবুজ শাড়ির সঘন আম্বর
মস্তিষ্কে জ্বর নদী-নির্ঝর
ইস যদি সন্ধ্যার পথ হারানো গাংচিল হতাম।
প্রতিদিন তোমার অসুখ হতো
রোববার ছাড়া
অপেক্ষায় অপেক্ষায় হাসনুহানা ফুটতো সেদিন
জানিনা এখন কে কার অপেক্ষায় প্রহর গোনে।
পড়তি সূর্য পাহাড়ে লুটোপুটি খেয়ে
শেষমেষ সন্ধেকে স্বাগত জানায়
আনত নয়নে ধোঁয়াশায় যতো স্বপ্ন
এবার রাঙিয়ে দিয়ে যাও।