Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

অ নু ক্তা   ঘো ষা ল

তোমার আমার

তোমার চোখে আদর জরায়, আমার কাঁধে প্রেমআঁচলা

তোমার হাতে মেঘ জমে ভার, বৃষ্টি ওড়াও দুইপশলা।

কোন  ফাঁকে নাও রোদচুমুকের মিষ্টি আমেজ ফের একাকী

তবুও তুমি  প্রেম বোঝ কই, সত্যি বড় একরোখা কী?

তোমার প্রেমে স্বপ্ন সকাল, ঘর ফেরা পথ যায় হারিয়ে

আমার ঘরে বাতাস ঢোকে মন কেমনের রাত পেরিয়ে ।

আলতো আদর শরীর ভেজায়, আহ্লাদি ক্ষণ আগলে রাখি

তোমার ঠোঁটের আদর মাখা দু-এক কলি আজও বাকি।

তোমার হাতে ফাগরঙা লাজ, আমার বুকে সেই শিহরণ

তোমার আঙুল শব্দ ভোলায়, গল্পে আনে উথাল প্লাবন।

আমার সবই খেইখোয়া সুর, তোমায় ভাসায় অঝর ধারা।

একমুঠো প্রেম রোদ ঢেলে যায়, মন ওড়ে আজ ছন্নছাড়া ।

তোমার চোখে সুখ অসুখের রঙিন ছবির স্বপ্ন ফেরি

আমার বুকে ফের হাঁটুজল, বৃষ্টি তবু আসতে দেরি ।

চুপচিঠিতে গল্প ছড়ায়, স্মৃতির খোপে স্বপ্ন ফোটে।

তোমার চোখে বর্ষা যখন, আমার মেঘও গর্জে ওঠে ।

 

কথা

বুকে রোদ নেই অথচ নীরবে যারা

মুঠো খুলে আলো বিলিয়েছে ঘরে ঘরে।

মৃতপ্রায় আজ সেইসব স্মৃতিহারা,

লাশ হয়ে শুধু বেঁচে আছে থরে থরে।

 

হাত ধরে দেখি লাল স্বপ্নের বিকেল

চোখ খুলে দেখি চারপাশে বালি যত।

ব্যথা ভুলে গেছে মিথ্যে অঙ্গীকারও

সময়ের যত বয়স বেড়েছে তত।

 

চোখে ঘুম নেই অথচ স্বপ্নে যারা

ক্ষমা লিখে ক্রমে ডুবতে চেয়েছে শোকে।

হাত ছেড়ে আজ সেইসব দিশেহারা,

ভুলে যেতে চায় ক্ষণিকের স্পর্শকে।

 

যত ফিরে যাই ততই মুছতে থাকে

ম্লান হয়ে আসা আয়ুরেখাটার ছবি।

পাথরের বুকে যেভাবে বেঁচেছে কথা

তেমনি কাগজে শোক গেঁথে রাখে কবি।

আরও পড়ুন...