ক বি তা
ভোরের আলো খুঁজে ফেরে
কর্মচঞ্চল মানবীর শান্ত পদক্ষেপ,
নিঃশব্দ মুহূর্তেরা মুখ লুকোয়
সময়ের বালুকাবেলায়।
শূন্যতার বিলাপে শঙ্কিত হৃদয়
আমার ছেলেবেলা স্মৃতিগাছ হয়ে
কাঁচাঘুমের ভিড়ের ভেতরে
গোপন ভাস্কর্য গড়ে।
অকাল সন্ধ্যা নামে আমার উঠোনে
মুখ লুকোয় সুগন্ধী নক্ষত্ররা,
গহীন অন্ধকারে হৃদয়ের আকূল জলধারায়
বহতা নদীর পাশে নতজানু হই।
ভেজা চন্দনে নৈবদ্য আয়োজনে দেখি
নদী যেন, নিথর মায়ের সজল দুটি চোখ।