ক বি তা
তরঙ্গ জানে
নদীজলে কতটা মায়াটান
খোলস ভাঙে তরঙ্গ, অবিরাম
কেউ কি কাছে সরে এল ?
নদীগান শোনাবে বলে
মৎস্যকন্যা হব সেই অছিলায়
অহেতুক আনন্দ সাম্পান
কাকে নেব তবে,
এ জলজ বিহারে ?
স্ফটিকস্বচ্ছ জল
নাব্য চপলতায়
স্বেচ্ছাবন্দী হতে চায়
মৎস্যকন্যা আমি
খুঁজে নিই নিজস্ব পথরেখা
বিরামচিহ্ন রাখি না কোনও
অটুট যাওয়া-আসা
জলের কুহকে
ছুঁয়ে থাকি একাকী মাস্তুল…
আমাদের স্বরচিত কবিতাগুলি
আমাদের কাছে স্তবের মতো-
আমাদের প্রতিটি চাওয়া, প্রতিটি পাওয়া,
প্রেম, বিরহ, ভাবুকতা, কান্না
প্রতিটি হাসি,
এই সৃষ্টি, এই আলো,
এই চয়ন, এই বাতাস,
এক্কেবারে শেষে সমর্পণ
চেতনায় ঋদ্ধ হয়,
কবিতাযাপন…