Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ  ক বি তা

ম ধু ম ঙ্গ ল   বি শ্বা স

নষ্ট অরণ্যের চিঠি

২১

 

কবে যেন

কীভাবে যেন

জড়িয়ে পড়ল দু’টি বন্ধু

তারপর কথা হল, স্নান হল, তারপর…

বিন্দুসাধন হল

সাধনার মহাপীঠ ফুল হল।

তুমি বললে,

ভালোবাসা এসেছিল!

pujo_16_sketch2

২২

 

থাকা ও না-থাকার মধ্যে কী থাকে!

সূক্ষ্মতম এক অদৃশ্য রেখা

একপাশে অনলদহন বিপ্রতীপে নিবিড় শুশ্রূষা

যে-কোনও দিকেই তুমি যেতে পারো

কোনও দিকেই তুমি যেতে পারবে না

সেতু জেগে ওঠে

সেতু ভেঙে যায়

অবিদ্যা অঘোর খায়, অনিত্য মায়ায়…

pujo_16_sketch2

২৩

 

প্রতিটি সঙ্গম, তুমি ভাবছ সৌরঝড়

আমি দেখেছি আল্লারাখা হেঁটে আসছেন

তার সঙ্গে মেঘ বৃষ্টি ও তাণ্ডবের নিবিড় সঙ্গত

কোথাও ধান চাষ হচ্ছে, কোথাও পান

কোথাও সুরের আলো, কোথাও রঙের খাম্বাজ

আমি দাঁড় ছেড়ে মুঠো খুলে দিই

দেখতে থাকি অবিদ্যা কীভাবে অনিত্য হয়ে যায়…

pujo_16_sketch2

২৪

 

যৌবন ফুরিয়ে গেলে জীবনের শুরু—

হল থেকে বেরোবার পর

শুরু হয় আসল সিনেমা।

pujo_16_sketch2

২৮

 

আয়নার সামনে নগ্ন দাঁড়াতেই

আয়না

সংলাপ হয়ে যায়…

 

অস্তিত্বের খাড়িতে ভালোবাসা বিপন্ন বাঘ…

pic333

আরও পড়ুন...