Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

মি ষ্টু   ব সু

নিষ্কৃতি

প্রতিনিয়ত, আপেক্ষিক যন্ত্রণার কাছে 

কোল পেতে বসি, ধীর-স্থির-শান্ত রূপী,

সময়ের সাধনা অস্বীকার করে, অকুল 

সমালোচনায় আপন উপস্থাপনা রেখে 

জরুরি অবক্ষেপণের অনিশ্চিত লব্ধে; 

 

অনন্ত সংখ্যার অবগাহন আশ্চর্যান্বিত,

রক্তাক্ত করতে এসে অলিখিত উপোস 

সেরে ফেলে, ক্লেদাক্ত তুলোর ওজন 

খুব বেশি বৃদ্ধি না পেলেও, হাড় ফুলে 

ওঠে, রোজকার যোগাযোগ বেয়ে দীর্ঘ 

হয় আকণ্ঠ বন্দি ছায়া..

 

কায়ার আমার কাছে অসম্পূর্ণ দেনা

রয়ে গেছে বহু, নাহলে নাগাল পাওয়ার 

পথ খুঁজে নিতে পরিত্যক্ত হতে হয়না।

 

মুক্তি 

অতঃপর ঝামেলা থেকে চেঁছে নেওয়া হলো ভালোবাসা।

 

বুকের ভিতর হরিণের যাতায়াত,

চাঁদের কাছে নির্জলা সম্ভোগ 

গাছপালার বহির্বিভাগে অন্তাক্ষরী সন্নিবেশ 

সবটুকু, আরামকেদারায় রাখা তাবিজ থেকে বিশ্বাস নেওয়া 

নিয়ে চড়াই পেরোতে বেগ পায়, তাই

অকুল ভেসে যাওয়ার উপকূলে নূন্যতম বোধের দৃষ্টি মুছে 

নিতে নোঙরের অভ্যাস বড়ো বেমানান অনুভূতি বিলোয়।

আরও পড়ুন...