ক বি তা
বাঁশি আঁকতেই কান্নায় ভেসে ওঠে নৌকা
মাঝি নেই চরাচরে
যতদূর উধাও আকাশ
বিবমিষা বিষ ছড়িয়ে ছিটিয়ে
অনেকটা যেতে হবে কথা ছিল এমন
বাঁশি ও নৌকা ভুলে ছিল ওরা সৈন্য নয়
কিংবা এগুলো হয়তো স্বপ্ন ছিল
যেটা রং তুলিরও মনেই ছিল না
জানালা খোলা মাঠ
আকাশ, বাতাস, আলো হঠাৎ প্রবেশ করে
আবার বেরিয়ে আসে
দরজায় সশস্ত্র প্রহরী
আমি নিদ্রাহীন করোটিগুলোকে ছড়িয়ে রাখলাম
তারা পদবিন্যাস শুঁকে নেবে
কিছুটা বাতাসের ভলিউম হ্রাস করুন
বুকে তীব্র তাপ; ব্যথাটাও তেমন
নিরলস ছায়ার ছুটি যখন ঘোষণা করা হয়