ক বি তা
ডুবু ডুবু সিঁড়ির উপর পা ফেলতেই
একটু পিছলে যাই
চেনা বন্ধুর নরম করতলের কথা মনে পড়ে
দুপুরগুলো পেরিয়ে গেলেই কেমন শীত শীত
আমি সেরে নেই
স্নান
মুহূর্ত এড়িয়ে
কয়েকটি চড়ুই চোখের নাগাল পেরিয়ে যায়
নরম রোদ মেনে নিতে শেখায়
ফুল ফোটে,
আবার কেমন ঝরে যায়।
অভিমানের দিগন্তে এখন জল ঢালা হচ্ছে
জল এসে ভাসছে পেয়ালার আলোয়—
ঘরের পাশেই ছোটনদী আমাদের
তার জলে অনেক অনেক নৌকো
বাঁকানো ঘোরানো দাগ
আর
ছায়াচিহ্নের ঢেউ
মেঘ করে এলো
এলোমেলো বাতাসে
একটা দুটো হৃদয় ভিজে যাচ্ছে….