Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

ম ন্দি রা   ঘো ষ

সেতারের গ্রাম

 

ধার কমে আসে

এভাবেই একটু একটু  করে মুছে যায়  উপমার নাম

কুয়োর ভিতর গাঢ় শিস ফণা তোলে

চেবানো অন্ধকারে গুলে যায় আরও কিছু আরোগ্য সুফল

মজ্জার ফাটলে অবুঝ  মেঘের উৎসেচক

 

কয়েকটি  পূনর্জন্ম চেয়ে থাকে নির্নিমেষ গাছব্যথা নিয়ে 

স্তন্য রতি পুঁজরক্ত মাখামাখি

বিকল আসনগুলি ধারণপ্রবল 

উরুর ভাঁজে লুকোনো যত্নস্রাব মেনে নেয় সব অক্ষম অনুশীলন    

pujo_16_sketch2

 

এই যে ধারালো রতির রোদ

দিন এসে রক্তিম স্বপ্নদোষ আঁকে

ডানায় নেভানো আগুনের স্তব

বাদামি বোঁটায় অগুরুর শুকনো বলিরেখা

শরীর  নেভায় যত ততটাই উদগ্র  কামনা

 

এসবও কিছু নয়

ধীর কেঁপে ওঠা সঙ্গমলয়

ভোর খোঁজে  কোনো অসমাপ্ত উদযাপনের আলো

নির্মাণের বীজের  ভিতর সুপ্ত নদীর কারুকাজ

তথাগত  সকাল বাসনা সাজিয়ে দেয়

মধুরস ফুটে ওঠে ছবির ওপারে

এসবও দৈবদোষ মনের জড়ুল

শান্ত চুপিসারে নিভে যায় উন্মাদ দুপুরবিহার 

জন্মের কাছে পড়ে থাকে নিরাপদ রক্তবাহী স্মৃতি

pujo_16_sketch2

 

তবুও কোনো এক সহজের নাম

কোনো এক বৃষ্টির গভীর 

কোনো এক দিঘির চুপকথা

জন্মপত্রে ফেলে যায় ছাপ

উষ্ণতর  ওঠাবসা খোঁজে 

চলমান পৃথিবীর ঘরে নক্ষত্রসংসার

তারাজ্বলা স্পন্দন মাংসের ভিতর

 আয়ুর মতো যত্ন বেড়ে দেওয়া 

আমাদের আঙুলপরব পাথরে এঁকে রাখে রাত

 

সেই সব বাসনাবিরহ

সেও সহজ এক সংগ্রামসকাল

সেও তো সহ্য এক আলোর অসুখ

 নিরাময়হীন আমাদের আসঙ্গলীলা

pujo_16_sketch2

 

এই মুহ্যমান সময়ের ভিড়ে

কারা যেন ডেকে নেয় ভিতরের দিকে

কারা যেন ঢেকে দেয় চোখের সু্যোগ 

শরীরে উঠে বসে অসংলগ্ন ক্ষতি  

ছিঁড়ে খুবলে নেয় যাবতীয় একান্ত নিজের 

জলরেখা চুপচাপ  নিজেদের হয়

মিলন ও মায়ার ভাষা নিজেদের খুব

স্তনও চাঁদের মতো বিবর্ণ আঁধার ধার করে আলো 

তবুও সে আলো নয়

 নেহাতই কোনো দূরের নির্জনে সিঁথিমূল কেঁপে ওঠে

pic333

 

সীমানার ঘাম নামে জঙ্ঘাজড়ুলে

অদৃশ্য মিলন তবু  লালন জানে

সুর আর শব্দে ফেনার  দাপাদাপি 

হিমকোণে জেগে থাকে চাঁদ তারা গ্রহাণুর অপলক 

আমাদের যত্নের ভিতর থেকে 

সড়কের নিরাপদ  থেকে 

সেইসব  সেতারের গ্রামে

আলোর বিরহনামা টিমটিমে  শিখানাম 

ভোরের গর্ভ থেকে শিশিরের লাজুক 

আমাদের একান্ত সহজে এসে থামে

আরও পড়ুন...