Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

বাং লা দে শে র  ক বি তা

মৃ ধা   আ লা উ দ্দি ন

দুটি কবিতা


নায়াগ্রার উত্তাল জলরাশি থেকে উঠে আসবে
আমাদের বারান্দায় রোদ…
সুউচ্চ মিনার থেকে আমরা শুনবো আজান
এবং আলো আসবে আমাদের জড়াজীর্ণ প্রাসাদে
যেন পুড়ে যায় বেহায়া বাতাস
জবড়জং জরি ও জীবাশ্ম।

 


হে নদী! অশ্বারোহী আপেল
গাছের রৌদ্র ছেড়ে দেবো
এবং অভিন্ন ভ্রুণ, খুলে যাবে খাল
খালের খোল,
খৈয়াম-
যেন সামনে শীত, শীতে মানুষ রৌদ্র হয়
ঝরনা হয় পৃথিবীর অর্ধেক।

আরও পড়ুন...