বাং লা দে শে র ক বি তা
১
নায়াগ্রার উত্তাল জলরাশি থেকে উঠে আসবে
আমাদের বারান্দায় রোদ…
সুউচ্চ মিনার থেকে আমরা শুনবো আজান
এবং আলো আসবে আমাদের জড়াজীর্ণ প্রাসাদে
যেন পুড়ে যায় বেহায়া বাতাস
জবড়জং জরি ও জীবাশ্ম।
২
হে নদী! অশ্বারোহী আপেল
গাছের রৌদ্র ছেড়ে দেবো
এবং অভিন্ন ভ্রুণ, খুলে যাবে খাল
খালের খোল,
খৈয়াম-
যেন সামনে শীত, শীতে মানুষ রৌদ্র হয়
ঝরনা হয় পৃথিবীর অর্ধেক।