বাং লা দে শে র ক বি তা
কয়েক পা এগিয়ে আবার ফিরি দরজায়
গ্যাস লাইন জানালা আকাশ সবই ছুঁয়ে দেখি
চাবির গোছায় সংসার দুলে দুলে-
স্থির প্রাণন এখন
বড় রাস্তায় উড়ো খই আর খুচরো পয়সার ছয়লাপ
সংকেতের আগুন শরীর মাপে- অদৃশ্য মায়ায়
ফুলকি চলে বাতাসে
চিদানন্দ মন হিসেবের জ্বালানি যানে ঢেলে
শূণ্য শতকে চোখ রাখে
টায়ারের সুতো কেটে হাইড্রোপ্ল্যানিং-
রাস্তা ছেড়ে এবারে সে উড়তে চায়
পুরোনো হাতঘড়িটা সংসার আঁকরে
জরায়ুর দেয়ালে রাখে- মাতৃঋণ
সমস্ত মন জুড়ে ক্রমাগত ভাসতে থাকে-
কিছু উড়ো খই আর সিকি- আধুলির
চিল্লার…
দুপুরের মেঝেতে এক টুকরো রোদ-
কিছুটা তুলে রাখি কাউন্টার টপে
সময় মত সেঁকে নেব রুটি না হয়-
ধানক্ষেতে পঙ্গপাল তাড়ায় কিছু বাঁশের রণপা-
মানুষ খোঁজে তারা, ঝাঁক ঝাঁক পোকার দল
সবটা খায় কৃষকের ভাঙ্গা মন আর
চোখের তাবৎ আলো রসিয়ে রসিয়ে-
কয়েক জোড়া ক্ষুধার্ত পেট হঠাৎ টিপে ধরে
টুটি আপ্রাণ- সমস্ত সংসার দাঁড়ায় রণ পায়ে
বাঁচার লড়াই- ঝাপিয়ে জোড়দার
রোদে ফুলতে থাকে-
ক্ষিদের রুটি
সময়মত