Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ ক বি তা

সু বী র   স র কা র

গল্প

জলাশয় আর জলযান আবহমান দৃশ্য রচনা করতে

থাকে। আমরা সন্দেহ মিশিয়ে তা দেখি। নূতন গল্পের

কোল ঘেঁষে আদুরে বেড়ালের শুয়ে থাকা বুঝি পতাকা সাজানো জিপ গাড়ি!

জীবন কিভাবে ভ্রম কাটিয়ে বিভ্রমে ফিরে আসে! আমরা কুলগাছের নিচে

গোল কিংবা গালগল্পের আসর বসাই। আর পালকি

                                   ঢুকে পড়ে শহরের কুয়াশায়।

pujo_16_sketch2

দেশ

উত্তেজনা সাজিয়ে দিই। উড়ে যেতে থাকে মাছের

                                              কাঁটা।

এদিকে দড়ির মই, পুতুলেরা বসে থাকে।

দেশ জুড়ে পচা ইঁদুরের লাশ

দু’চারজন হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসতে

                                          থাকে

pujo_16_sketch2

ফাঁদ

খণ্ড মেঘের নিচে বেশ তো একটা জীবন আমাদের!

সম্পর্ক গোছাতে গিয়ে দেখি হিম ও হেমন্তের

                                          ফাঁদ

তুমি মাঝ পথে থামিয়ে দিচ্ছ ধারা বিবরণী

স্বাক্ষর ভেসে যায়।

হলুদ আলোয় ভরে ওঠে শহরের 

                              রাস্তাঘাট

তোমাকে কেমন অচেনা মনে হয়।

বিতর্ক থেকে দূরে চেয়ার পেতে

                             বসি।

pujo_16_sketch2

বিষ

নিভে যাওয়া চিতা থেকে একটু কবিতা তুলে এনেছি আমি

অপমান পেঁয়াজ ও মরিচের মত

কষ্ট বলতে আমি কিন্তু ঘামাচি বুঝি

যুদ্ধে হেরে যাই বারবার, কিন্তু কান্না লুকোই

                                         না

পান পাত্রে বিষ মেশাই।

অকপটে স্বীকার করি আমার কোনো বান্ধবী

                                         নেই

pic333

মায়া

অহংকারের উল্টোপিঠে পাঠ কিংবা পতনের 

মতো শুয়ে থাকে আমাদের সাদা পৃষ্ঠার দিনগুলি

তখন স্বপ্নে ভরা নদীর বাঁক চলে আসতেই পারে

না শোনা গানগুলি উৎসর্গ করি মরা ইঁদুর-দের

সরষেখেতে রেডিও বাজলে আগলে রাখি পূর্ণ

                                   চাঁদের মায়া

আরও পড়ুন...