Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

অ নু বা দ  ক বি তা

অ নি ন্দ্য সু ন্দ র   পা ল

anindya2

জোহান উলফগ্যাং ফন গোয়েথের কবিতা

প্রমিথিউস (Prometheus)


আপনার প্রশস্ত স্বর্গ ঢেকে দিন, জিউস,
ঘন কুয়াশার বাষ্পে!
এবং বজ্রপাত আনুন, ওক আর পর্বতের
উচ্চ শিখরে; ওই ছেলেটির মতো
যেভাবে কেটেছিল থিসলের মস্তক,
তবুও, আপনাকে চলে যেতে হবে
আমার পৃথিবীকে একাকী করে,
যদিও আমার গৃহ, যা আপনার নির্মাণ নয়;
এবং, আমার উনুনও, যার গৃহময় দয়াময় দীপ্তি
কেননা তা আপনার দ্বারাও ঈর্ষান্বিত হয় ।


 

আমি জানি কোনোকিছুই এত তুচ্ছ নয়
এই সূর্যের নীচে আপনার চেয়ে, প্রভু।
আপনার মহিমা নিবারণ বড়ই বেদনাদায়ক,
বৈতানিক, এবং ব্রতনিষ্ঠ প্রার্থণাপ্রবণ।
আপনিও ক্ষুধায় মারা যেতেই পারেন
যদিও ভিক্ষুক এবং শিশু কেউই
বোকাদের প্রতি আশাবাদী নয়।

 


যখন আমি ছোট ছিলাম তখন,
জানা ছিল না ‘বাহির’ থেকে ‘অন্তর’,
আমার বিভ্রান্ত দৃষ্টি ঘুরে বেড়াত সূর্যের কাছে,
যেন তারই ঠিক উপরে ছিল একটা কান
শোনার জন্য আমার সমস্ত অভিযোগ,
এমনকি হৃদয়ও ছিল ঠিক আমার মতোই
যাঁরা কষ্টপীড়িত তাদের করুণা করবার জন্য।



কে আমাকে সাহায্য করেছিল
বিত্ত ও প্রতিপত্তিশালী অহঙ্কারের বিরুদ্ধে লড়তে?
কে আমাকে উদ্ধার করেছে মৃত্যু থেকে, দাসত্ব থেকে?
আপনি কি নিজে এইসব অর্জন করেন নি,
আমার পবিত্র ও প্রদীপ্ত হৃদয়?
এবং উজ্জ্বল, অজাতশত্রু এবং প্রগাঢ়,
ধন্যবাদ সহ প্রতারিত, ওইখানে কোনো এক
ঘুমন্তের কাছে?



আমি- আপনাকে সমীহ করি? কিসের জন্য?
আপনি কি কখনও তাঁদের প্রশমিত করেছেন ব্যাথা
যাঁরা ন্যুব্জ, ভারাক্রান্ত?
আপনি কি কখনও তাঁদের মুছিয়ে দিয়েছেন দুই চোখ
যারা দুঃস্থ,নিপীড়িত?
সেটাই কি প্রবল-সর্বশক্তিমান সময় নয়, যা
আমাকে সত্য মানুষ গড়েছে
এবং তাই নয় কি চিরন্তন ভবিতব্য,
আমার প্রভুর এবং আপনার?



আপনি কি সত্যি বিশ্বাস করেন
এই জীবন আমার ঘৃণার যোগ্য
এবং উড়ে যান মরুভূমির গভীরে,
কেননা আমার কোনো শিশুসুলভ
সকালগুলো স্বপ্ন হয়ে ফোটে নি তাই?

 


এখানে আমি বসি, মানুষ আঁকি
নিজেই নিজের কল্পনায়,
একটা জাতি যে আমার মতো হবে,
সংগ্রাম করবে, কাঁদবে,
আনন্দ করবে, নিজেরাই নিজেদের খুশি করবে,
আর সর্বোপরি আপনাকে অসম্মান করবে
ঠিক আমার মতোই।।

জোহান উলফগ্যাং ফন গোয়েথে (Johan Wolfgang von Goethe)

জোহান উলফগ্যাং ফন গোয়েথে (Johan Wolfgang von Goethe) (২৮ আগস্ট ১৭৪৯ – ২২মার্চ ১৮৩২) – একাধারে একজন জার্মান কবি, নাট্যকার, ঔপন্যাসিক, বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক, থিয়েটার পরিচালক এবং সমালোচক। নাটক, কবিতা, সাহিত্য, এবং নান্দনিক সমালোচনার পাশাপাশি উদ্ভিদবিদ্যা, শারীরস্থান এবং রঙের বিষয়েও গ্রন্থ তিনি রচনা করেছেন। তাঁকে আধুনিক
যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।

 

‘প্রমিথিউস’ হলো জোহান উলফগ্যাং ফন গোয়েথের এমন একটি কবিতা, যেটিতে পৌরাণিক প্রমিথিউসের চরিত্রটি ঈশ্বরকে(জিউস হিসাবে) সম্বোধন করে দুর্বৃত্তবাদী অভিযোগ ও অবজ্ঞায়। কবিতাটি ১৭৭২ থেকে ১৭৭৪ সালের মধ্যে রচিত এবং ১৭৮৫ সালে ফ্রেডরিখ হেনরিখ জ্যাকবির
দ্বারা একটি বেনামী ও অননুমোদিত প্রকাশনার পরবর্তীতে ১৭৮৯ সালে প্রথম যথাযথভাবে প্রকাশিত হয়। এটি স্টর্ম আন্ড ড্রং (Strum Und Drang) আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কাজ।

আরও পড়ুন...