বাং লা দে শে র ক বি তা
হেমন্তের মাঠ
একটা পিতলের বাসন
শালিকের ঠোঁটের মত পাকা ধান
টোকা দিয়ে
উড়ে যাচ্ছে
ঘণ্টা বাজে….
কথার চাষাবাদে
বড় হচ্ছে একটি লাউগাছ
শীতকালীন সংলাপের
গলা পেঁচিয়ে
একটি মাফলার
লাউয়ের ডগায়
ঢেলে দিচ্ছে উষ্ণমণ্ডল
মেঘেদের
বিয়ে ভেঙ্গে কমে যাচ্ছে জলের ফলন।