Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

রা জ   অ ধি কা রী

শহুরে কিসসা ১

ব্যাস

শেষ হয়ে গেছে আলো

এবার ক্লান্ত হও

বিরাম লেখ বুকে

জঞ্জাল খুলে রাখো হাতবাক্সে

ড্রয়ারে তুলে রাখো ভেক ও অস্তিত্ব

শেষ তো সব যানজট

শান্ত হও

আঙুলে ক্লান্তির জল নাও

সেই জল মাখা আঙুল দাও ঠোঁটে

চুপ 

কপালে ভাঙা ভাঙা টুকরো হিরে

ঘাম 

ঘষটানো কাজল 

দাঁতে লাগা লিপস্টিক

অসুস্থ দৃষ্টি, নখে লাগা মাংস

ধুয়ে ফেল সব

ক্লান্ত হতে হতে

নিজের অস্তিত্বে মাথা রাখো

আজও পাঁচজন ডুবে গেল ভাসানে

সেই মৃতজল তুলে আনি ঠাকুরঘরে

বোতলে সাজাই মহাপুরুষের গাত্রস্নান

চারদিন ধরে 

দেহব্যবসায়ীরা আলো মেখেছিল

প্রান্তে কিনারে কানায় কানায়

নিষিদ্ধপল্লীর রাজপ্রাসাদ হওয়ার ঘটনা

হাইক্লাস পার্টিতে গৃহস্থলির সেই বেশ্যা

 

তারপর কারা যেন খুলে নিয়ে গেল সব

ভাঁজ করে নিল ভাড়ার কাপড়জামা

আবার উলঙ্গ এই শহরের ঠোঁটে কালশিটে

পিঠে মিছিলের ঘা

উলঙ্গ এই শহরের সাঁওতাল পল্লী

ক্লীবযোনি ও মাদল বাজানোর কিসসা

 

বারো বছরে একশত ছাপ্পান্নহাজার বালিকা

তারা সিঁদুর খেলা করে

বারো মাসে তেরো বার

বালিকারা মঞ্চ পায় নিজ নিজ সংলাপ বলার

আরও পড়ুন...