Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

র ঙ্গী ত   মি ত্র

প্রেম 

দরজা খুব অদ্ভুত !

খোলা থাকা বা বন্ধ থাকাটা

আপেক্ষিক।

আমি সেই ছোটবেলার মোবাইল গেমের মতো

ঘুরে বেড়াচ্ছি

বন্ধ, খোলার মাঝখানে।

 

ভেসে আসছে তোমাদের কটু-উক্তি, উগ্রতা, বারোমাসের ব্যবহার

 

সাদা টগর কী করে যে জবা হয়ে গেলো

 

সে ধাঁধার সমাধান করতে পারিনি।

 

শুধু প্রায়শ্চিত্ত করে যাচ্ছি,

 

আর পূর্বরাগ নিয়ে চলে যাচ্ছে তোমাদের জীবন।

 

লটারির টিকিটের মতো মানুষ নয়

কতগুলো নম্বরে আটকে আছি ।

 

গোল 

এতদিন যা হয়ে এসেছে

মানে আমার সব কিছুতেই, একটা ইঁদুর তার কেটে দিয়েছে

আপনি ভেবেছিলেন, আপনিই জিতে গেছেন।

 

কিন্তু একটা ক্ষোভ, রাগ, না-পাওয়ার ঈগল বিলুপ্ত হতে হতে

ফিরে এসেছে, পাঁচিলে।

আসলে আমিই আপনাকে জেতাচ্ছিলাম।

 

সাপের খোলসের মতো পুরনো শরীর খসে যাচ্ছে

 

আপনার বিদ্রূপ, আপনার আস্ফালন, আপনার ক্ষমতাকে উলটে দিয়ে

 

৪০ শতাংশ বল দখলে রেখেও, দুই-একে আমিই যে ম্যাচ জিতে যাবো

 

আপনার আর্টিফিশিয়্যাল ইন্টেলিজেন্স জানে না।

 

জানে না বলে, আমার এতোদিনের নীরবতা…

এইবার গোল করা শুরু।

আরও পড়ুন...