ক বি তা
দরজা খুব অদ্ভুত !
খোলা থাকা বা বন্ধ থাকাটা
আপেক্ষিক।
আমি সেই ছোটবেলার মোবাইল গেমের মতো
ঘুরে বেড়াচ্ছি
বন্ধ, খোলার মাঝখানে।
ভেসে আসছে তোমাদের কটু-উক্তি, উগ্রতা, বারোমাসের ব্যবহার
সাদা টগর কী করে যে জবা হয়ে গেলো
সে ধাঁধার সমাধান করতে পারিনি।
শুধু প্রায়শ্চিত্ত করে যাচ্ছি,
আর পূর্বরাগ নিয়ে চলে যাচ্ছে তোমাদের জীবন।
লটারির টিকিটের মতো মানুষ নয়
কতগুলো নম্বরে আটকে আছি ।
এতদিন যা হয়ে এসেছে
মানে আমার সব কিছুতেই, একটা ইঁদুর তার কেটে দিয়েছে
আপনি ভেবেছিলেন, আপনিই জিতে গেছেন।
কিন্তু একটা ক্ষোভ, রাগ, না-পাওয়ার ঈগল বিলুপ্ত হতে হতে
ফিরে এসেছে, পাঁচিলে।
আসলে আমিই আপনাকে জেতাচ্ছিলাম।
সাপের খোলসের মতো পুরনো শরীর খসে যাচ্ছে
আপনার বিদ্রূপ, আপনার আস্ফালন, আপনার ক্ষমতাকে উলটে দিয়ে
৪০ শতাংশ বল দখলে রেখেও, দুই-একে আমিই যে ম্যাচ জিতে যাবো
আপনার আর্টিফিশিয়্যাল ইন্টেলিজেন্স জানে না।
জানে না বলে, আমার এতোদিনের নীরবতা…
এইবার গোল করা শুরু।