ক বি তা
অন্য সুখের ভেতর কবে সার বেঁধেছে অসুখ
নিরাময় ভাবনা অসাধ্য হাতের তালু জুড়ে
শেষের আগে থেকে যাপন অভ্যাসে রাখা আছে,
বাতিঘর, গাছ, নক্ষত্র ছায়া…
বৃষ্টি যুগ ফিরে পাওয়ার জন্য প্রতীক্ষা করি ধ্রুবতারা হয়ে,
মোহ আর নির্জনতার মাঝে কিন্নরী-পাখনা জুড়ে দিচ্ছি-
নিজের শরীরে।
ত্রয়োদশী-চাঁদ পেরনোর পরও ছাপিয়ে উঠছে না অমৃত!
তাকিয়ে আছি পৃথিবীর ক্লান্ত ঘড়ির দিকে।
নান্দনিক ঘুমের আগে উপেক্ষা পর্ব মিটলে অনুরোধ রেখে যেতে ইচ্ছে করে,
চেয়ে যেতে ইচ্ছে করে দ্বিনয়ন ভরে দাও এই বুকে, চোখে।
বহন করতে সক্ষম হয়ে গেছি…
যেখানে প্রতীক্ষায় বট আর স্রোত দৃঢ় হয়ে আছে,
উভমুখী তীরে দেখি গিয়ে ফেরার দাগ
ওভারহেড তারে ঘষা লেগে থাকে।
আসছি! গাইছি তাই ফিরে আসার গান