ক বি তা
এমনই উদ্যত শ্মশান আর মোহিনীর ক্ষুর… ভূমিষ্ঠ হবে জেনেও চোখ খোলেনি যে শাবক, তাকে আমার পরিচয় দিয়ো লাবণ্যময়ী। আমি তার পিতা। বুকে রেখে যায় জলীয় সন্দেহ। তোমাকেই চেয়েছি চিরকাল। অথচ স্বপ্নাদেশ আসে, ঝরে পড়ে কুহেলিকা। বেড়ে উঠছে যে ভ্রুণ তাকে নিয়তির মিছিলে আসতে দিয়ো না…
এই ডালিম ভোর। এই কুয়াশার বিছানা আর মৈথুন দৃশ্য পেরিয়ে একটা বিষাক্ত গোধূলির বুকে ঝাঁপ দেবে লাবণ্যময়ী?
ফুলের আয়ু কমে আসছে।
কমে আসছে পায়েসের সুঘ্রাণ।
ওরা একে একে গিলে খাবে আমাদের অভিজাত মর্মবেদনা আর জ্যোতিষ্কের গ্লানি ঝরে পড়বে অনন্ত শয্যায়।
পালাবে লাবণ্যময়ী?
ক্ষমাহীন মৃত্যুর কাছে চিরস্থায়ী অসহায় মানুষ…