ক বি তা
ব্যথাগুলো সেলাই করছে রাস্তা
উড়ান জেনেও ফিরতে পারছে না পাখি
অপমান বড় হচ্ছে গোপনে
আকাশপথ পারাপার করছে সেতু
গাছবউ তুমি কি আমার ঝগড়াবন্ধু হবে
নদীকে গন্ধবতী করবো
বুনো ঘোড়াকে শেখাবো প্রেম
ঝগড়া করতে করতে জেনে যাবো অভিমানের তাপমাত্রা
হাসিতে ওড়াবো রাত
ভোর এসে ঠকঠক করবে দরজা
রোদে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা
গাছ আমাদের কুটুম
আমাদের অসুখ
ধর্মান্তরিত হয়ে গাছেদের সুখ
তুমি গাছের বান্ধবী
ক্লান্ত রাস্তার পায়ের নূপুর
ছুঁয়ে থাকা পাপ
দু’হাতে নদী ছুটিয়ে জয় করছো আলো।