Hello Testing Bangla Kobita

প্রতি মাসে দ্বিতীয় রবিবার

Advertisement

2nd Year | 2nd Issue

রবিবার, ২৭শে আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | Sunday, 11th July 2021

ক বি তা

রো ন ক   ব ন্দ্যো পা ধ্যা য়

মলাট

এসো,

আমাকে ছুঁয়ে দেখো

আমি একটি বাদামী-সাদা অর্ধভেদ্য পর্দা,

আমার ভেতরে মন যেতে পারে কিন্তু হাতের প্রবেশ নিষেধ।

 

আমি ডিমের বর্হিভাগের সাদা অংশ,

আমার অন্তরে কুসুম ঘুমিয়ে আছে

আমি রক্ষক, আঘাতের হাত থেকে রক্ষা করা আমার কর্তব্য;

আমার বিশ্রাম নেই, ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরা দিতে হয়।

 

আমি ফলের খোসা, ইমান-আব্রু রক্ষার বস্ত্র

আমার ভেতর রসালো অংশ,

আমি রক্ত-মাংসের চামড়া, সৌন্দর্যের পূজারী, নান্দনিক শোকেস

আমার মধ্যে প্লাজমা ও রক্তস্রোতের প্রবাহ, একত্রিত শান্ত-সমাহিত বসবাস।

 

মঙ্গোলীয় দস্যুর থাবা থেকে বাঁচাতে আমি কখনও চীনের প্রাচীর

কখনও দেশের প্রান্তসীমার কাঁটাতারের বেড়া, সুউচ্চ হিমালয়;

প্রকারান্তরে, সন্তানের সুবিধার্থে আমাকে চিত্তাকর্ষক হতে হয়,

আমার বুকের ওপর হাজারো কলম ও তুলির আলপনা,

কিন্তু আমি ইউজ অ্যান্ড থ্রো কলমের মতো, প্রয়োজন শেষে ডাস্টবিনে আমার আশ্রয়।

 

মৌচাক

ফাঁকা মাঠে তিনটি বিভিন্ন উচ্চতার তাঁবু,

কর্ণেলের নির্দেশে সৈনিকেরা ময়দানে হাজির

হেলিকপ্টার থেকে উড়ে আসছে ১০ জুল শক্তি

মালকোষ রাগে বাজছে বিপক্ষের অ্যালার্মটোন

দাসত্ব বৃত্তি পালন করতে করতে পঙ্গু হয়েছে ঝাড়বাতিটা;

তরুণ নৃত্যশিল্পীর ডাক

                         জলসায় আবারও মশাল জ্বলবে

 পৃষ্ঠটান কমে আসছে রক্ষীর

             এই মুহূর্তে কারোর বাড়িতে আলতার অভাব

 সূর্যাস্তে কিছুটা মধু নিয়ে ফিরতে হবে বাড়ি

                                  শব্দছক সমাধান প্রভুর দায়িত্ব

আঁকার খাতার সমস্ত পাতা ওল্টানো শেষ

                      অথচ একটিও প্রশিক্ষণের ছবি নেই।

আরও পড়ুন...