Hello Testing

3rd Year | 10th Issue

৩০শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ | 15th March, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

অ নু বা দ  ক বি তা

অ রি ত্র   সা ন্যা ল

aritra2

মার্কো মারেঙ্গোর কবিতা

ফোঁটা

দুটো ফোঁটার মধ্যেও,

দূরত্ব আরোপিত।

আর কোনো সাগর নয় আর নদীও নয়,

শুধু প্রকাণ্ড অপূরণীয় এক তৃষ্ণা

 

রূপ

আমি শ্বাসে টেনে নিচ্ছি কালো।

আমি শ্বাসে ছেড়ে দিচ্ছি কালো।

এক চক্ষু ঘরটি

স্তব্ধ গহ্বরে

ঝুঁকে পড়ছে।

 

বরফজমাট নদী

বরফজমাট নদী,

একটা বন্ধ বই, নতুন পাঠক খুঁজছে।

স্থির, ভাষাহীন জল

ঋতুর নৈঃশব্দ্য

 

কেউ নেই

এমন কেউ নেই,

যে আমায় দূরে ঘুরতে নিয়ে যাবে

একটা অলীক বেড়াতে যাওয়া

শুরুই হয়নি/ হয়ত ভুল স্বপ্ন।

আমায় কেউ সাহস জোগায় না।

বা দেখায় না অপ্রত্যাশিত মহত্ত্বও।

আমি আমার পুনরুজ্জীবনে উঠে আসছি, নিজের

থেকে অনেক দূরে,

নিজের মধ্যে।

 

গহ্বর

একটা গহ্বর

এক দেশ থেকে আরেকটির মধ্যে বিরতি।

কিচ্ছু না জেনে, লাফ দেবার আগে।

কক্ষনো না-র শীতকালের মতো লম্বা একটি

উড়ান নিয়ে।

ওই প্রান্তে কি কেউ থাকতে পারে যে

আমাদের দিকে ঝাঁপ দেবে?

আমাদের কি দেখা হবে উড়তে উড়তে, সময় সেরে?

যদি ধাক্কার পরে আমাদের জগত অদল বদল হয়

অন্যকে ও নিজেকে প্রকৃত বোঝার একটিই উপায়

আমাদের উঠোনে লুকিয়ে আছে।

 

[কবিতাগুলি কাব্যগ্রন্থ ‘The River Has Stopped’- থেকে চয়ন করা]

মার্কো মারেঙ্গো (Marco Marengo)

মার্কো মারেঙ্গো ওরফে মার্ক কেমলারের জন্ম জেনোয়া, ইতালিতে। মূলত ইতালির পত্র পত্রিকাতেই লেখালেখি করেছেন। প্রথম কাব্যগ্রন্থের নাম ‘Phrases Without a Precise Meaning for Trails Without a Marked Path’ এবং সাম্প্রতিকতম কাব্যগ্রন্থটি ‘The River Has Stopped’ নামে দ্বিভাষিক সংকলন হিসেবে Promosaik প্রকাশনা থেকে মুদ্রিত হয়েছে, ২০২১ সালে। কবিতা ছাড়াও মার্কো লিখেছেন থ্রিলার ধর্মী উপন্যাস।

আরও পড়ুন...