Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

গু চ্ছ  ক বি তা

অ ভি রূ প   মু খো পা ধ্যা য়

দিদিমবাড়ি

আরতিদি

 

কাল ভোরে তো প্রাণ ছিল তোর

আজ ভোরে তুই কাঠ

বন বন বন মরা গাছের

কোটরে হাত দিতেই

শরীর বলছে: মাটি হব

হাড়-বেরোনো দু-চোখ

পাতার শব্দ, পাখি উড়ছে

কেবল আমিই কলস…

কোথায় বলো কোথায় আজ

ভেঙে ফেলব আমায়?

ঘি মাখাব ঘি মাখাব

কোথায় রাখব স্নান?

 

সিঁড়ির ওপর? রান্নাঘরে?

কাঠের জানলা খোলা…

দেওয়াল-তাকে লক্ষ্মী ঠাকুর

বেস্পতিবার উপোস

উঠোনে রোদ… রোদের গায়ে?

টেলিফোনের খাতা

হাতের লেখায় সমস্ত নাম

নামের মাথায় উঠে

ঢালব আমি ঢালব স্নানের

ধোঁয়া ধোঁয়া ধোঁয়া

ঘাট পেরিয়ে মাঠ পেরিয়ে

আরতিদি-ই যান…

pujo_16_sketch2

লতার শিক্ষা নিতাম

 

বৃষ্টি পড়লে ডাকত আমায়

মুলি-বাঁশের বেড়া

তার শরীরে যখন খুশি

লতার শিক্ষা নিতাম

সে বলেনি আজও আমায়

মারল কখন? কবে?

 

বৃষ্টি পড়লে ডাকত আমায়

এমনতর ঘোর!

 

ঠিক যেভাবে আমার দিদিম

জাগত যেন পাখি-ই

বারান্দাময় একাই বসত

সামনে পুকুর, বাতাস…

ভোরবেলা ওর যাওয়ার সময়

জানিয়েছিল আগে?

 

এক জীবনে দেখতে পাওয়া

লক্ষ লক্ষ ভোর?

pujo_16_sketch2

পাঠ

 

উঠেছ? ওঠো মন ডাকছে নিমফুল

আড়াল দেখে এল উধাও জানালাটি

নিজেই ভোর-ভোর ঋতুরা উড়ে আসে

এবারে নীল খুলে দ্যাখাই তোমাকেও!

শুনেছ? পাড়াময় ঘাসের কু-কথারা

তোমার নাতিটির অথৈ কবিতায়

কী বাঁশি ডুবে আছে? হাঁসের ভিজে মুখ

পড়েছ? পড়ো এই জীবন শ্রীপালক

আমাকে তার গানে পাখিরা পাখি পাখি

ঠোঁটেই এই দেহ স্বর্গ বানিয়েছে

সে-মুখ ঝর্নার সঙ্গে ভেসে যায়

জানে না কেউ তার প্রমাণে আমি নীল

লিখেছি মেঘে-মেঘে প্রথম পুস্তক!

 

সে-ই তো : ‘এই মন রঙের কৌতুক’

 

কী করে সেই রঙ পড়াব তোকে আজ

ছায়ায় রঙদোল দিদিম তুই বল?

pujo_16_sketch2

আদর

 

কী মাটি তুই? মধ্যবাতাস?

আঁকড়ে ধরে শয়ন?

সবুঝ মাঠের তলায় ভাসছে

আমার শিশুবয়স…

 

যেই ছিঁড়েছি নাড়ি হাঁ-মুখ

টান দিয়েছি যেই

 

ফিনকি দিয়ে তোমার গন্ধ

আদর-গন্ধ ঘাসের

 

মুন্সিরহাট ঘর ছিল তোর?

কৃষ্ণনগর ঘর?

দু-হাত ভরা দুব্বো এখন

চন্দনে ডোবাই…

 

মালা গাঁথছি মালা গাঁথছি

ঘাসের মালা পায়ে

বালিকাকে পরিয়ে দেবে

রাত্রি-নারায়ণ

 

বলবে তাকে: ‘এসব গয়না

আমার দিদার মন’।

সে হাঁটবে আর বৃষ্টি পড়বে

ভিজবে মাটির বয়স…

 

আদর-গন্ধ তোমার গন্ধ

কোথাও হারাবে না!

pic333

আরও পড়ুন...