ক বি তা
দুঃসময়ে সুখের সময়ের কথা ভাবতে হয়
শীতল হাত ঢুকিয়ে টেনে আনতে হয় বিগত ইশারা
ঢেউয়ের শরীর ছুঁয়ে যে ক্ষণিকের সুখ চলে গেছে
জলজ বালকের সঙ্গীন প্রহর, কোমল আঘাত
এখন কেন যেন মনে হয় সবকিছু বড়ো দীর্ঘ
পড়ন্ত বিকেল চেনা আমার, বৃষ্টির শ্বাসাঘাত
পাখি দূরে চলে যাবে বলে এখনই দেখি খাঁচার শূন্যতা
এ বিষাদচিন্তা, ভয়, আত্মমুখরতা কাটিয়ে জীবন মুখ তোলো,
অমৃতের শ্রমিকেরা কোথায় থাকে? হে সবুজ হরতালের দেশ…
সমস্ত মৃত আত্মাকে নিয়ে উৎসবের আহ্বান
ফুলের হৃদয় থেকে, আসমানের চোখ থেকে
বহতা পানি, ধুয়ে দিচ্ছে কবর আর চিতা
ফরমান জারি করেছে দুনিয়া, রক্তাভ চোখ খোলা
রমজান মানে শুষ্কতা, তাপ, রোজা আর জিয়ারত
তেলাওয়াত জুড়ে সুরার মূর্চ্ছনায় শুদ্ধতার কামনা
গুনাহ করেছি যত পশু, পাখি, নদী আর বৃক্ষের কাছে
প্রার্থনা করি আমার হায়াত নিয়ে জীবন জ্বালো অন্যের