Hello Testing

4th Year | 2nd Issue

৩১শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ | 15th May, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

বাং লা দে শে র  ক বি তা

মু নি রা   মে হে ক

দুটি কবিতা

 

আমার উলঙ্গ দেহভার বাতাস বইতে পারছে না 

ঝড়ের শব্দের মতো উল্টে যায় রোজ

কাঁচের আয়নায় ঝলসে যাচ্ছে আমার প্রিয়তমের মুখ

উঠোনে উপচে পড়ছে অন্ধ রূপকথার ঢেউ

 

তোমাকে চেনার উপায় নিয়ে আসে সমবেত হাওয়া

দরজায় নেই খিল

উজ্জ্বল বিজলিগুলো আমার মুখের দিকে তাকায়

ভাবি কিছু সরীসৃপ ফুল

আমার আছে পোষা অন্ধরেখাগ্রস্ত ভোর

 

কিছু আলনা পরে আছে সজ্জার কল

দূরের বাহুডোরে শুয়ে আছে মৃত জলের কঙ্কাল

এমন শঙ্কা পৃথিবীতে ঘুরে

আমি নাই

ফুল ঝরে

লোকালয়ে উৎসব

মীথনগরীর মতো আমার অন্ধ চোখে কিছু জানালা

কিছু সবুজ গাছ

কিছু বাদামী পাতা

উড়তে উড়তে আমাদের বন্ধ্যা বাড়ি পার হয়ে যায়

 

 

 

তোমার হৃদপিন্ড কোথায় রেখে আসছো

ছায়াছবিতে আটকে রাখছো আমার দেহ বিন্যাস

আওয়াজ থেমে থেমে তোমার কানে পৌছায়

এমন ক্রন্দন

এমন হাসি

স্বর্গমূলক থেকে আমাদের মাংসগামী হয়

 

প্রিয় সন্তান শুয়ে আছে মর্গের ভেতর

তার শাদা চোখ তোমারে ডাকে

আমার পায়ের কাছে সেই একজোড়া জুতা

ইঁদুরের দুর্ভিক্ষদিনে সে গৃহকর্মী হবে

 

এমন সুহৃদ আতশবাজি রেখে দূরে চলে যাচ্ছি

আরও পড়ুন...