ক বি তা
আপাতত আপেলের ভেতর চুমুক রাখছে ব্রোঞ্জের দুধ
ছায়া খতম
বাড়ন্ত পায়রা ট্রায়িং টু পজ্ ফায়ার
এক স্কোয়ার অরণ্য যখন ভাতের নকল
ঘরে সূর্যের রং
তীব্র
অথবা তীব্র নয়
ঘর ঘুরিয়ে জমানো সাইকেল
হরিণের পর হরিণ জয়েন্ করে করে প্রিয় হয়ে ওঠা জার্নি
কেউ কেউ ভাবছে ছুঁড়ে দেওয়া ষ্টেশনে শব্দের ভিউ
বেড়াল ছুঁইছুঁই
ফ্লোরে পড়ে আছে জলের স্কেচ
যেই সাঁতার আঁকবো
আমাকেই এঁকে ফেলছে
মালিনী- মালিনী পালামৌ
শ্রাবণ তুলে রেখে দিলাম বাথরুমে
স্নান করছি না
স্নান নিজেই কিছু করছে
সাবানের ভাপে কামিজের ভেতর পাখি গলে ফুল মুন
এরপর আর জল হয়নি…