ক বি তা
১
মনে পড়ে না আমার কবে থেকে তুমি হয়ে উঠেছিলে প্রেমিক
ঠিক কবে থেকে তোমার চোখের সম্মোহনে নিজেকে খুঁজেছি আমি
প্রথম কবে তোমায় উপহার দিয়েছি আশিরনখ
প্রথম কবে ঝরা পাতা কুড়িয়ে বানিয়েছি ঘর
শুধু মনে থাকে গ্রহণ করতে না চাওয়া আমার উপহারমালা
মনে থাকে আমাকে নিঃস্ব করে সঞ্চয়ে রাখা তোমার আনন্দ
মনে থাকে অতল অভিমান
মনে থাকে এক তীব্র না পাওয়া
দুখবিলাসী হতে চেয়ে যে কপট অনুরাগে ডুবেছিলাম আমি
তার সংরাগ জল আমাকে করে তুলেছে মৃত্যুবিলাসী।
২
ব্যস্ততারা সারাদিন কড়া নাড়ে
সাড়া দিতে গিয়ে ভুলে যাই শুভ্র বরফ
কয়লার আঁচে ঢিমে ঢিমে ভাজা হয় রুটি
বিন-বিন করে গান গেয়ে ফেরে অন্ধ ভিখিরি
উষ্ণতা মুড়ে গল্প করে ঘুম
সে পুরুষ না নারী জানার চেষ্টা করে না কেউ
শুধু অনেক রাতে ঘোর আলগা হলে
স্মৃতিরা কেড়ে নেয় সব ভালো থাকার ঋণ।