ক বি তা
তুমি যা নির্দিষ্ট করলে
তাই নিয়ে আছি আমি হে।
মুক্তি চাইতে চাইতে
কন্ঠে ধরেছিল সে বিষ।
মুক্তি চাইতে চাইতে
সামান্য ইষ্টাঘাতে
পচে গলে গলে গেল
তপ্ত সে দেহ বালুকায়।
তার নামে জয় গান গায় লোকে।
তবে আমি কেন এত অল্পে কাতর
ভাবি তাই!
সবে তো একবারই মাথা টলেছে,
ভূপতিত হয়েছে একবারই মাত্র শরীর।
যে প্রেম মরে গেছে
তার কাছে যাওয়া খুব কঠিন ব্যাপার।
সাজতে গেলেই নিজেকে
কিম্ভূতকিমাকার লাগে।
মনে পড়ে একদিন তুমি
ছুঁড়ে ফেলে দিয়েছিলে।
আজকে তোমাকেও যখন
ছুঁড়ে ফেলে দিয়েছে ক্ষমতা
দাড়িম্ব বৃক্ষের ফল
তুমি মাধ্যাকর্ষণের সূত্র প্রমাণ ছাড়া আর কিছুই করতে পারো না।
আমি নিয়তির মতো শুধু
তোমার কাছে যেতে চাই
বিষণ্ণতা উত্তীর্ণ হতে।
অথচ তা ফের ধাক্কা দিয়ে
ফেলে দেয় গভীর গুহার অন্ধকারে।
কারণ যে প্রেম মরে গেছে
তার কাছে যাওয়া খুব কঠিন ব্যাপার।