Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

বাং লা দে শে র  ক বি তা

র নি   ব র্ম ন

ছায়া পৃথিবী

ব্যক্তিগত মিথ ও মিথ্যার প্রচ্ছদে

বেড়ে ওঠো ছায়ার শরীর।

হাওয়ার সরণিতে গড়ে তোল

সমস্ত সুবাসিত বিশ্বাস।

 

বিক্রিয়ার বিষয়ে পূর্ণ হলে

আমাদের কামনা বিলাস

শিল্পের খুঁটিতে ঝুলে থাকে বিকল্প বেদনার ঘ্রাণ

 

তোমাকেই পূর্ণতা জেনেও

প্রার্থনারত হাত ভুলতে পারে না মেরুদন্ডের বামপাশের কণ্ডূয়ন আবেদন।

 

আরামের বারামখানায় দোল খায় উঠতি যৌবনের ফাইটিং ফ্রিডম।

 

ভুল পরিচয়

একটা ভুলনামের চরিত্র বহন করছি দীর্ঘকাল। পরিণাম-শূন্যতার দিকে আমার এই পথচলাকে আলেখ্য করে ভুলরঙের মহিমায় চিত্রিত হতে চলেছে মূল পৃথিবীর অনাগত দিন। 

 

তাঁরা আমার প্রতি ছুঁড়ে দিলেন সন্দেহ প্রবণতার কটুদৃষ্টির মাত্রাতিলক। 

 

ততোক্ষণে আমার ভুল পরিচিতির প্রেমে ও মোহে মশগুল আমি, চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে চাই প্রাণান্ত প্রচেষ্টায়। প্রসঙ্গত, নিজস্ব শরীরে সেঁটে নেই উত্তরাধুনিকতা নামে চরম আদিমতার আঁতলামি।

 

তাঁরা অভিভূত হন। অনুসরণ করেন আমাকেই। যার যার মতো করে মিথ্যে পরিচয়ে পরিচিত হতে থাকেন বৃহৎ পরিসরে!

 

সিদ্ধেশ্বর আমাদের কাণ্ড দেখেন, অবাক হন, চোখে চোখ পড়লেই মুখ টিপে হাসেন।

 

তাঁর তাৎপর্যপূর্ণ হাসিতে ক্রোধিত আমরা আমাদের লেজ গিলতে থাকি। ভুলের বৃত্তে আবর্তিত হতে হতে…

আরও পড়ুন...