Hello Testing Bangla Kobita

প্রতি মাসে দ্বিতীয় রবিবার

Advertisement

2nd Year | 2nd Issue

রবিবার, ২৭শে আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | Sunday, 11th July 2021

বাং লা দে শে র  ক বি তা

শা মী ম   হো সে ন

যাত্রা

প্রলম্বিত এক দীর্ঘকায় ছায়ার নিকটে নিভে যেতে যেতে

আয়ত সেই রাতের কুণ্ডলী দূরবর্ষে অপেক্ষায় আছে।

 

সন্ধ্যাতারার অনেক নিচে খাঁড়ির ওই গোপন পথ

দিবস অস্ত গেলে নিকষ অন্ধকারে কেবল জলের শব্দে

সকল নীরবতা ভাষা পেয়ে যায়…

 

সামনে কি নদী? বয়ে আসছে রক্তস্রোত?

সময়ের নাভি হিম হয়ে এলে অধিবিদ্যা হামাগুড়ি দেয়।

 

ধীরপায়ে কখনো কখনো নিভে যাওয়ার আগে

জ্বলে উঠতে হয়।

 

নিরীক্ষমাণ

কেউ কি ভোলে, কার কতটুকু ঋণ?

লটকন গাছের তলে শুয়ে থাকে বিষণ্ন হরিণ।

আরও পড়ুন...