ক বি তা
স্থপতির আর্তনাদ মিশে আছে তাজমহলের প্রতিটি নকশায়। মরুঝড়ে যখন উড়ে যায় তাঁবু, অস্তগামী সূর্য হাসে আপন খেয়ালে। ঈশ্বর হাত পেতে রয়েছেন দরগায়, তাঁকে দিও মখমলের ইস্তেহার। দুনিয়াদারির কিছু বাকি আছে আজও, সবটুকু মিটে যাবে বেহস্ত বা দোজখে।
কবিতার উৎসব বা উৎসবের কবিতা। শাল-পিয়ালের বন জুড়ে মাদকতা, ডাক দেয় পলাশ শিমূল। হৃদয়ে বসত করে প্রেম, সে আলো জ্বালে উৎসবের আঙিনা জুড়ে।