Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

সেস্টিনা ফর্মে লেখা ১১টি কবিতা

সু বো ধ   স র কা র

আমি ক্যাথারসিস

তুষ

 

চোখ আমার কারুবাসনা
হাত আমার অহংকার
নাভি আমার প্রতিরক্ষা
জামা আমার ঘুষ।

 

বাইরে কত দারুণ থাকি
ভেতরে পোড়ে তুষ।

pic1

হৃদয়

 

ভালবাসলে জ্বলতে হবে
মোমের মতো গলতে হবে
অবাধ্যকে বলতে হবে
আমাকে করো খুন।

 

ভালবাসতে হৃদয় লাগে
লাগে না ফাল্গুন।

pic2

ক্যাথারসিস

 

লুকিয়ে থেকে বাঁচা যায় না
পালিয়ে গিয়ে বাঁচা যায় না।
সামনে এসে বাঁচতে হয়
বাঁচো অহর্নিশ।

 

সারা বিকেল আদর করি
আমি ক্যাথারসিস।

pic8

লেখা

 

আমি তোমার কোমরে লিখি
আমি তোমার গ্রীবায় লিখি
লিখি তোমার পা-পল্লবে
শাড়ি সরিয়ে ঘাসে।

 

বলে না কেউ, সবাই লেখে
যারাই ভালবাসে।

pic4

সুন্দর

 

চাঁদ তোমাকে খুন করেছে।

 

নেশা তোমাকে খুন করেছে।
চুম্বনের একটু পরে
ছুটল তিন গুলি।

 

যে সুন্দর খুন করেনি
কী করে তাকে ভুলি?

pic3

দোষ


তোমার পিঠে মুখ দিয়েছে
তোমার বুকে মুখ দেয়নি
তাই কখনো হয়?

 

তোমার ঠোঁট জ্বলতে থাকে।

 

ভালবাসায় পুড়তে থাকে
দোষ আমার নয়।

pic7

ঘি

 

রাতে মাতাল গান করে
জাতে মাতাল পান করে
তাতে মাতাল দান করে
বোতল খুলে ঢালে ।

 

ঢালে কী?
ভালবাসলে নিজেই ওঠে ঘি।

pic6

হাত


সকাল বেলা ভাল লাগে না
দুপুর বেলা ভাল লাগে না
বিকেল বেলা ভাল লাগে না
সন্ধ্যা হলে ভয়।

 

তোমার হাতে আমার হাত
হোক বিপর্যয়।

pic10

সঙ্গম

 

সূর্য ওঠে পুব আকাশে
সূর্য ওঠে মাঝ আকাশে
বিকেল হলে সূর্য নামে
অস্তে নেমে যায়।

 

রাতে গোলাপ বলে
ওই সূর্য হতে চাই।

pic9

ভয়

 

ভয় করি না আস্ফালন
ভয় করি না ছুরিকাঘাত
ভয় করি না প্রতিহিংসা
ভয় করি না বিষ।

 

কিন্তু ভয় তোকে
যদি হাতটা ছেড়ে দিস।

pic11

রান্না

 

রান্না মানে আদর করা
রান্না মানে উপোস ভাঙো
তেল হলুদে কী শীৎকার
শরীর ভরা রান্না।

 

রান্না আজও সব মেয়ের
আনন্দ আর কান্না।

pic5

আরও পড়ুন...