ক বি তা
পাহাড়ের ভাঁজে ভাঁজে ফুলচাঁদ পাইনের গাছ…
ধুপির ইশারা থেকে ঘন এক অন্ধকার ভেসে আসে, আলোকসম্ভব
বাঁকে বাঁকে জাগে ব্ল্যাক প্যান্থারের ছায়া আর
হরিণের ছুট—
সঘন দৃশ্যের মধ্যে অনেক অচেনা রঙ ঢেলে দিয়ে বিশ্ব চিত্রকর
কলধ্বনি আঁকে…
চিত্রের গভীরে জাগে প্রেমচাঁদ পাইনের গাছ…
পান্থশালা, পাহাড়ের কোলে…
চেয়ার ও চায়ের পট, ইথারে জেগেছে যত কলধ্বনি, কুহু আর কেকা
রঙের প্যালেট উল্টে ছবি আর ছবি আর ছবি
অন্ধকার তছনছ করে দেওয়া বসন্ত্-বাহার
রূপের বিভায় জাগছে অরূপের সাতনরি হার…