Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

ক বি তা

তু ষা র   ভ ট্টা চা র্য

চোখের জলের ভাষা

অশ্রুমতি চোখের জলের সান্ধ্য ভাষা 

আমি জানি ;

তাই নদীর জলে ভাসিয়ে দিই 

অভিমানের অক্ষর,

খড়কুটো

 

একদিন কবিরা  

একদিন কবিরাই শাসন করবে এই রৌরব পৃথিবী 

তখন অনন্ত ক্ষুধার চারণ ভূমিতে 

ওই দিগন্তের রামধনু রঙের আকাশ থেকে 

ঝরে পড়বে ধবধবে সাদা ফুলের 

মতন গরম ভাত ;

নদীর পাড়ে জোছনার হলুদ পাড়   আঁচল পেতে 

অসফল কবিরা দু’দণ্ড ঘুমাবে প্রশান্তিতে ;

তারপর কবিদের স্বপ্ন কলমে উঠে আসবে শুধু 

নতুন বৃষ্টি জলের ভিতরে জেগে ওঠা 

জীবনের জলতরঙ্গ গান

আরও পড়ুন...