বাং লা দে শে র ক বি তা
হে প্রাচীন কচ্ছপ, আমাকে শেখাও ধীর পদক্ষেপ
পৃথিবীর ম্যারাথনে অংশ নিয়েই আমার দু’পায়ে এখন
ভীষণ আক্ষেপ,
ক্ষিপ্র চিতাবাঘ শিকারী বাজপাখি–
এমন’তো চাইনি হতে আমি!
আমার প্রতিজ্ঞা ছিল হাত রেখে সমুদ্রের গায়ে–
প্রণয়ের পাড় ঘেঁষে হাঁটতে হাঁটতে মাথা তুলে দেখব আকাশ,
জল ছোঁবো পায়ে।
একটা দীর্ঘ রাত আমার নিকট এক কাপ কফির সমান
আমি পান করি প্রতিটি চুমুকে একটু অন্ধকার,
কিছুক্ষণ বিরতি নিই স্বাদের জাবর কাটি এবং
ভাবনায় টেনে আনি নক্ষত্রের মতো অসংখ্য নেভা-জ্বলা
অতীত-বর্তমান-ভবিষ্যৎ
যেমন- ইঁদুরে খাওয়া আমার আনন্দগুলো
দু’পকেট ভর্তি দীর্ঘশ্বাস ও হতাশা
দূরবীনে সিন্দাবাদের দারুচিনি দ্বীপ…
এভাবেই চুমুকে চুমুকে নিঃশেষ কফির মতো প্রতি কাপ
রাত্রিও শেষ হয়, থেকে যায় রেশ।