বাং লা দে শে র ক বি তা
দেখবো— দেখাবো কামুক অপরাজিতা;
তোমার বুকে ঢালবো বিয়ারের বুদবুদ
ঠোঁটের ওপর— কাফফারা দিব একত্রিশ চুম্বন!
এইভাবে ভালোবাসা ছুঁড়বো।
যতদিন আমার সমুদ্রে তুমি ডুবে না মরো।
চোখের কলসিতে ক্রমশ ঢিল ছুঁড়ছে—
একটি দাঁড়কাক।
তার খুব জলের তেষ্টা
জলের নেশায় তার যমজ পকেট ভর্তি নুড়ি ;
আমি চাই—
বুকের ক্ষততে ড্রেসিং করে, তাকে— পত্রে লিখি
আমি ভালো নেই,
নেই ভালো আমার এই দুটো চোখ।