ক বি তা
১
কপাল পুড়লো বলে আকাশ পুড়লো
আকাশও তোর কপাল,
অনন্ত কালের।
তুই লক্ষ্য করলি না বলে,
আকাশ থেকে গেছে আকাশে
নক্ষত্র পুড়ছে।
২
পাখির ভূমিকা চেয়ে
পাখিকে বলেছি, আমিও মুখে মুখ রেখে
আহার জোগাবো।
ডানা ঝাপটে পালিয়েছে পাখি
আকাশ নেই মাটি নেই, শুধু কুড়ুলের শব্দ।