ক বি তা
ভাসান দেখে মনে পড়ে চোখের জল। মনে পড়ে প্রথম চুম্বন। কোজাগরী পুজোর পেখমমেলা সকাল। অনেক দূরের গান প্রবেশ করে কর্ণকুহরে। জীবদ্দশাকে উপহাস করে মিলিয়ে যায় সারসের মতো। বৃষ্টি পড়ছে জোরে। মায়ের মুখ গলে যাচ্ছে জলের তোড়ে। নষ্ট হয়ে যাওয়া মুখে জেগে উঠছে ত্রিনয়ন। উপাসনা ভেঙে প্রকট হচ্ছে প্রেম।
নিজেকে হত্যা করে শিহরিত বোধ করি। খন্ড অস্তিত্বের যন্ত্রণা থেকে মুহূর্তে পৌঁছোই পূর্ণতায়। অনুভব করি চরাচর জুড়ে ব্যাপ্ত রয়েছি অসীম প্রসন্নতায়। আমি শিব আমিই সুন্দর। মুহূর্তের সুখভিক্ষা থেকে মুক্তি পেয়ে পাড়ি দিই অবিরল আনন্দে। ব্রক্ষ্মাণ্ড হয়ে দেখি পৃথিবীকে। আলো আর আলো, এখন আমি সুরের প্রতীতি।