ক বি তা
১
আমরা প্রায়শই নিজেদের চোখে আঙুল ঢুকিয়ে জল খাই।
জলের ভেতরে ব্যাঙের মণি। তার ভেতরে আলো। আলো থেকে জল পড়ে। জল থেকে আলো পড়ে। চোখ খুলে রোদে শুকোতে দিই
২
আমরা সকলেই একটা শূন্যের উপরে বসে আছি। তারপাশে জলের নদী, ব্যাঙের চোখ। আমাদের দাম্পত্য কলহমুখর। শূন্যের উপরে শূন্য। নীচে শূন্য। ব্যাঙের চোখ ঝাপসা।
১
চোখের ভেতরের ব্রহ্মাণ্ড দুলে ওঠে। সেখানকার অপ্রাকৃতিক সবকিছু তরল, জলখনি। পিপাসার্ত আমরা এক একসময় সেখানে ঘাপটি মারি। হাত ডোবাই। গোটা ব্রহ্মাণ্ডে আলো পড়ে।
২
আমাদের চোখ ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই। অতএব সকলেই আমরা নিজস্ব চোখের কাছে এসে বসি। অনুযোগ করি। সে আমাদের সমস্ত দুঃখ মন্ত্রবলে শুষে নেয়। আলো ছড়ায়। ভেতরে ব্যাঙের মণি জ্বলজ্বল করে।