ক বি তা
এক
জলের দিকে হেঁটে চলে যায় কাঁকড়া
পজ্। রিজিউম। পজ্। রিজিউম…
সন্ধ্যা হয়ে আসছে
দুই
ঘর মানেই গর্ত
ঘরে ফিরে আসতে হয় দিনান্তে
ওঁত পেতে থাকে শৃগাল
জীবন-দ্বীপে গোধূলির শোভাযাত্রায় পেঙ্গুইন
স্পেসবারে পুলিশ ( চোর )
তিন
নিম অন্ধকারে কেবল
চেয়ে থাকা৷ চেয়ে থাকা। চেয়ে থাকা…
নিভে গেছে পৃথিবীর আলো
চোখ ধাঁধিয়ে দিচ্ছে এই নক্ষত্রকোলাহল
মনে মনে বলি, দর্জি-জীবন নিশান্তে
আমি নির্জন পান্ডুলিপির মুখোমুখি
চার
প্রকাণ্ড আবছায়ায় শুয়ে আছি
সকাল, দুপুর, বিকেল সব বেলাই মৃত্যুদিন
এখানে সবাই পরিযায়ী পাখি;
চিড়িয়াখানার চিত্রকল্প চোখে-মুখে