Hello Testing

4th Year | 3rd Issue | June-July

৩০শে আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ | 16th July, 2023

প্রচ্ছদ কাহিনী, ধারাবাহিক গদ্য, ছোটোগল্প, গুচ্ছ কবিতা, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, স্বাস্থ্য, ফ্যাশান ও আরও অনেক কিছু...

শারদ অর্ঘ্য ১৪২৮ ।  কবিতা

এ লা   ব সু

মেঘলা মেয়ে

নতমুখে বসে আছি ঝুম বৃষ্টি মেখে।

যেন কোনও চিঠির ভাঁজ না খুলেও,

অন্ধকার আলোর চিহ্ন সব জানি।

আমি আর আমার ছায়া তবু,

আমি আর আমার ছায়া তবু

পারি না তোমায় ছেড়ে যেতে

 

যতটুকু পারি বিরহ বিদ্বেষ,

লেগে থাকে তাতে আলপথের 

দুঃস্বপ্ন ছিঁড়ে বেরিয়ে আসা 

বিষণ্ণ কুকুরের কুয়াশাসিক্ত 

রোঁয়াওঠা ভোরের হাতছানি এবং 

একটি ব্যক্তিগত নীল ছাতার মৃত্যু ও কাটাকুটি

 

শিশিরের সাথে নষ্ট ফুলের কোলাকুলি

ওয়াইপার মুছে ফেলে বাসনারসের চোরাগলি 

আশরীর আয়না মোড়া আলপনা অলিগলি  

আমার চয়ন জুড়ে আলেয়ার মতো তুমি

আমার শয়ন জুড়ে আলেয়ার মতো তুমি 

ছুঁয়ে থাকো এক অসম্ভবের চোরাবালি 

 

ব্যক্তিগত

মনে পড়ার ধকল

একটা কালো লোমশ টানেলের ভিতর ঢুকে

রুদ্ধশ্বাস সিরিয়াল কিলারের প্রত্যুৎপন্নমতিত্ব

 

মনে না পড়ার ধকল 

একটা সমান্তরাল রেল লাইন বরাবর 

বিস্মৃতির দিকে তাকিয়ে থাকা 

 

হাতে গোনা কয়েকটা দিন পায়রার ডানায় উড়ছে ;

উড়তে উড়তে দিক বদল করে নামতে শুরু করল

ডুবে যাওয়া সূর্যের কাঁধ ঘেঁষে

আরও পড়ুন...