শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
চতুর্দিকে রূপের খাজানা
নিজের বহতা নিয়ে নদী কতদূরে বয়ে গেছে
কবে মরে হেজে যাওয়া অশ্বের সহিস
জেগে ওঠে, ঘোড়া ফিরে পায়
ছোটবড় নুড়ি জড়ো করে
কনসার্ট জেগেছে আঁধারে।
রাত্রির রোমাঞ্চ ধরে হাঁটি।
এত গান হাওয়ায় হাওয়ায়…
সুরের বারান্দা থেকে খুব যত্নে উঁকি মেরে দেখি :
কত যে বিভঙ্গ জাগে আলাপের, অরণ্যের
নির্বাচিত ঘরে ও দাওয়ায়…
বিমূঢ় শ্রোতার মতো স্ট্যাচু হয়ে বসে থাকি
সারারাত অডিটোরিয়ামে—
জঙ্গলের শুঁড়িপথে জেগেছে ডোভার লেন
মধ্যরাত্রিযামে…