শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
বুকের বাইপাসে ঝরনা হাই তোলে ব্যাপক দাপাদাপি খেলাচ্ছল
অধুনা কিম্ভুত অধুনা হাঁটে ভুত ছক্কা পুটপুটে ভেড়ার দল
ভাবছি কাঁটাতার বুনছি বিদ্যুৎ পকেটে রোজমেরি ইসবগুল
জ্বলন হতে হতে পুড়ছে কবিয়াল আঁচড়ে ফালা ত্বক দি ঢপ কুল
কখনও রোদ ওঠে বিরহী টুপটাপ এভাবে দিন মানে রাতের শেষ
আটকে যায় সুর ভাবনা নীলাকাশ বাতাসে বানভাসি চাঁদের দেশ-
এই তো ভুলে থাকা কাব্যে মহাকাশে জননী এলোচুল কাজল চোখ
মাতো মা উৎসবে জীবন হেঁকে ওঠে জয় মা দুগগে যাহোক হোক।