শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
আমি পাথরটা কেটে কেটে
রোজ তোমার মনের মতো
আমি বানাও তুমি,
তাকে লালন করো
ধারণ করো
হাসতে বলে হাসাও
কাঁদতে বলে কাঁদাও
চুম্বন করো
সঙ্গমে লিপ্ত করো
আমি পাথর নিঃশব্দে
তুমি হয়ে যায় কখন,
মনের মতো পাথর।
আরো আছে কিছু গোপন গহন চুরি
রোদের সাথে ছায়ার লুকোচুরি।
আরো কিছু আছে লুকোনো মর্মব্যথা
বালির নিচে জলের রূপকথা।
আর কিছু নেই দিনান্তের কোনো ঋণ
হাতছানি শুধু আকাশে অন্তহীন।
আর যা কিছু আছে সে মৃত্যুর অধিক
রাঙা ধুলোপথ জীবন দিগ্বিদিক।