শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
গুরুকে দক্ষিণা দিতে ভুলে গেছি বলে
গলায় আটকে গেছে গান
আমি জলভরা চোখে
কোনো এক শতাব্দীর দিকে তাকিয়ে আছি
‘শতাব্দী, আমার হাত ধরবে না?’
গলায় আটকে যাওয়া গান
বকেয়া গুরুদক্ষিণা হাতে নিয়ে
আমি নেমে আসছি স্টেজ থেকে
সন্ধ্যামণি তার অভিশাপ ফিরিয়ে নেয়নি
সন্ধ্যামণি– বৃদ্ধ,অন্ধ,গানের মাস্টারমশাইয়ের বিধবা পুত্রবধূ !
তোমাকে দেখার জন্য ভোরবেলার ট্রেন
পড়ি কি মরি করে ছুটে এল নির্জন স্টেশনে
তোমাকে দেখার জন্য শান্ত যুবক এক ডাক্তারবাবু
হাত থেকে খুলে ফেললেন সাদা দস্তানা
বাতাসে জলের কণা দুরন্ত বাচ্চাদের মতো
ছোটাছুটি করে চলেছে সেই কোন ভোরবেলা থেকে
তোমাকে দেখার পরে কে.সি.পাল আর মহেন্দ্র দত্ত নামে দুই ভদ্রলোকের
সেই যে ঝগড়া লাগল–
আজ অব্দি তার কোনো মীমাংসা হল না !