শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
১
ঘরময় ম ম করছে তোমার গন্ধ
কতদিন
মাপা হয়নি রক্তচাপ… অক্সিজেন… আলো
এসবই বাস্তব…
শুধু অবাস্তব তোমার গন্ধটা
২
আজও রাত হয়ে গেলো
তোমার ঘরে নীলচে আলো জ্বলছে
আজ তাঁর পুজো
অথচ সাদা রজনীগন্ধাটুকু ছাড়া
কেউ নেই তোমার কাছে
… মাতৃরূপেণ সংস্থিতা