শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
যাও পাখি বোলো তারে
ট্রাজেডি তাত্ত্বিক নয় ব্ল্যাকহোলে তার
পুরনো নিঃশ্বাস
ঘুরে ঘুরে অলৌকিকে নিভন্ত রয়েছে
শ্বাসে তৈরি কাচঘরে দেখো
বিকেল রেখেছি
বিকেল অমৃতযোগী বৃষ্টিপুরে কুটির বানায়
বৃষ্টির সন্ত্রাস নিয়ে বোলো পাখি এ-শরীর
ভেসে উঠেছিল
সে যেন না ভুলে যায় কাচের দরজা ঠেলে
আরো এক কাচের দরজায়
ধাক্কা খাওয়া ইহুদির কালো অশ্রুপাত
ঘটে গেছে রক্তপাতে
ডুবে গেছে কত কত ডানাদের নাভি
শার্সির রোদেলা রাখা হামারসিয়ার ক্ষতমুখে
বোলো ক্ষত
নক্ষত্র হবার ইচ্ছে অলিরিক
গোপনে লিখেছে
মাইহার ঘরানার ট্রাজেডি ওগো
বন্দিশের গর্ভ থেকে জন্ম নিয়েছো কৃপাবশত
অবস্থান করছ জলে বিভূতিতে
প্রতিক্রিয়ায় আমার এই ভাড়াবাড়ি
বিষন্ন হয়েছে ভূমিহার বৃষ্টিতে ভিজেছে
গোলাপের খেতে ছুটোছুটি করেছে বিদ্যুৎ
নিম্নচাপ উড়িয়েছে চুল, চুলে ভেজা ম্লান অশ্রুপাত
ওগো উত্থিত ট্রাজেডি
অবিশ্রান্তে ডুবে গিয়েছে পা
স্পর্ধায় অস্থির ঝঞ্ঝাবাত
আর্তনাদে ঝলসে গেছে চোখ
যার সঙ্গে অনায়াসে সমাগমে
চলে যাচ্ছ অকুস্থল ছেড়ে
সে কিন্তু নির্মিত ছায়া
শুধু তার উচ্চাঙ্গ মেঘ আমারই রক্তচেটে
সোমত্ত পুরুষ হয়েছিল