শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
যদিও রোদের ভিতর
কোনো মেঘ নেই
আকাশও নীল
তবু আমি জানি
একটু টোকা দিলেই
অভিমান জল হয়ে
ঝরঝর করে ঝরে পড়বে
আর সেও এসে দাঁড়াবে এখানে
এই অশ্রুবিন্দুতীরে
অগোচরে, লুপ্ত মেঘের
আলো ও ছায়ায়
রচিত হবে একটা নির্জন অশ্রুবিন্দুরেখা
সোনা নয়, তোমার সঙ্গে
ধুলো নিয়ে কথা হয়েছিল
তারপর ধুলোর ছায়ায়
কেটেছে আমাদের কিছু দিন
রাত্রিও
আজ কোথাও ধুলো নেই
ধুলোর ছায়াও নেই
ধুলোহীনতার ভিতর
আমরা রোপণ করতে চলেছি
একটা নির্জন ধুলোগাছ